শ্রী কৃষ্ণ কথাবাংলা ভাষায় ''শ্রী'' শব্দের অর্থ সুন্দর, ঐশ্বর্য বা সৌভাগ্যবান বলে এবং ''কৃষ্ণ'' কথার অর্থ সংস্কৃত ভাষায় কৃষ্ণ শব্দটির অর্থ কালাে, ঘন বা ঘন-নীল।

কৃষ্ণাঙ্গ ব্যক্তি বােঝাতে এই শব্দটি ব্যবহত হয়। কৃষ্ণের মূর্তিগুলিতে তাঁর গায়ের রং সাধারণত কালাে এবং
ছবিগুলিতে নীল দেখানাে হয়ে থাকে।


কৃষ্ণ নামের অর্থ-সংক্রান্ত একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। তবে মহাভারতের উদ্যোগপর্বে (৫/৭১/৪) বলা হয়েছে। কৃষ্ণ শব্দটি "কৃষ" এবং "ণ" এই দুটি মূল থেকে উৎপন্ন। কৃষ শব্দের অর্থ টেনে আনা বা কর্ষণ করা। সেই সূত্রে শব্দটি ভু (অস্তিত্ব বা পৃথিবী) শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত।


"ণ" শব্দটিকে নিবৃত্তি শব্দের প্রতিভূ ধরা হয়। এখানে ভূ শব্দটির নিহিত অর্থ আকর্ষণীয় অস্তিত্ব;
 
অর্থাৎ কৃষ্ণশব্দের অর্থ সকল দিক থেকে আকর্ষণীয় ব্যক্তি।

বিষ্ণু সহস্রানামের ৫৭তম নামটি হল কৃষ্ণ। যার অর্থ আদি শঙ্করের মতে আনন্দের অস্তিত্ব। কৃষ্ণের একাধিক নাম ও অভিধা রয়েছে। কৃষ্ণের সর্বাধিক প্রচলিত নামদুটি হল গোবিন্দ গাে-অন্বেষক ও গোপাল গো-রক্ষাকারী।এই নামদুটি ব্রজে কৃষ্ণের প্রথম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনাে কোনাে নামের আঞ্চলিক গুরুত্বও রয়েছে। যেমন, জগন্নাথ নামটি। ওড়িশায় এই নামে একটি বিশেষ মূর্তিতে পূজিত হন কৃষ্ণ। 

শুধু একবার বলি *জয় শ্রী কৃষ্ণের জয়*

 

                     শ্রী কৃষ্ণ কথা